ছবির গল্প
চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা
২৪ মার্চ ২০২৫ ২২:১৫ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ২৩:৪০
ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। শেষ সময়ে চট্টগ্রামে জমে উঠেছে ঈদের বাজার। দোকানগুলোতে বাহারি পোশাক-জুতা থেকে শুরু করে প্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। সাধ ও সাধ্যের মধ্যেই পছন্দের নতুন পোশাকের সন্ধানে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। কেনাকাটা চলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। নগরের অভিজাত বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত সর্বত্রই ক্রেতাদের প্রচণ্ড ভিড়। ক্রেতাদের ভিড়ে অধিকাংশ মার্কেটে এখন হাঁটাচলা করাই দায়। নগরীর নিউ মার্কেট, রিয়াজ উদ্দিন বাজার ও টেরিবাজার ঘুরে ছবিগুলো তুলেছেন সারাবাংলার স্টাফ ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী।
সারাবাংলা/এইচআই
ঈদ ঈদ বাজার ঈদের পোশাক ছবির গল্প জমে উঠেছে ঈদের বাজার ফুটপাতের ঈদ বাজার