Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্ভার থাকো, আমি আছি তো: কোহলি

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৬

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর কোহলি

ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে গেছে আগেই। পুরো স্টেডিয়াম তখন তাকিয়ে আছে একটা দিকেই। ভারতের জয়ের জন্য দরকার ২ রান, সেঞ্চুরির জন্য বিরাট কোহলির প্রয়োজন ৪ রান। শেষ পর্যন্ত চার মেরেই দলের জয় ও নিজের সেঞ্চুরি তুলে নিলেন কোহলি। সেঞ্চুরির পর ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করে কোহলি বললেন, নির্ভার থাকো, আমি আছি তো!

কোহলির ফর্ম নিয়ে সাম্প্রতিক সময়ে কম সমালোচনা হয়নি। চ্যাম্পিয়নস ট্রফিতে থাকবেন কিনা, সেটা নিয়েও ছিল নানা প্রশ্ন। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেও নির্বিষ বলে আউট হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি। পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে কোহলির দিকেই তাকিয়ে ছিল পুরো বিশ্ব।

বিজ্ঞাপন

প্রতিপক্ষ যখন পাকিস্তান, লক্ষ্য যখন রান তাড়া করা; কোহলির চেয়ে ভালো তো কেউ নেই! কোহলি আবারও প্রমাণ করলন সেটাই। ওয়ানডে ক্যারিয়ারের ৫১ ও সব মিলিয়ে ৮২তম সেঞ্চুরি তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেছেন কোহলি। ভারত পৌঁছে গেছে সেমির দ্বারপ্রান্তে।

ম্যাচ জেতানোর পর কোহলি বলছেন, এরকম পারফর্ম করে স্বস্তি বোধ করছেন তিনি, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ব্যাটিং করলে ভালোই লাগে। রোহিত আউট হওয়ার পর আমার কাজ ছিল মাঝে ওভারগুলোতে খেলার নিয়ন্ত্রণ নেওয়া। স্পিনারদের নয়, পেসারদের বিপক্ষে ঝুঁকি নেওয়া। ওয়ানডেতে আমি এভাবেই খেলি।’

বয়স তার ৩৬। এমন বয়সেও ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিলেন কোহলি। কোহলি বলছেন, বয়সের দিকে তাকান না তিনি, ‘সত্যি বলতে বয়স বাড়লে তো ভালোই লাগে! যাদের ২৩-২৪ বছর তাদের কেমন লাগছে কে জানে, আমার তো ভালো লাগে! এই বয়সেও আমি মাঠে পরিশ্রম করতে চাই। ফিল্ডিংয়ে নিজের শতভাগ দিতে হবে। নিজের কাজটা করে যেতে হবে।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো