Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু তাসিন হত্যা মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৫ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩২

গ্রেফতার ব্যক্তি শহীদ মিয়া। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধ ও মুক্তিপণের টাকা আদায়ের চেষ্টার সময় শিশু তাসিন হত্যা মামলায় শহীদ মিয়া নামের একজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তকে বিভিন্ন ধারায় অর্থদণ্ডও দেন আদালত।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের পঞ্চম অতিরিক্ত দায়রা জজ আলী মনসুর এই আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, নান্দাইলের মুসুল্লী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে প্রবাসী আব্দুল কাইয়ুম ও স্ত্রী মোছাম্মৎ পলিনা খাতুনের সংসারে এক ছেলে তাসিন ও এক মেয়ে মিতু রয়েছে। বিদেশে থাকার কারনে অর্থলোভে মুক্তিপণ আদায়ের জন্য ২০১৬ সালের ১৭ আগস্ট সকালে বাড়ির পাশে আনন্দ স্কুলে যাওয়ার পথে প্রথম শ্রেনি পড়ুয়া তাসিনকে তুলে নিয়ে যান প্রতিবেশি শহীদ মিয়া। পরে অভিযুক্তরা তাসিনের বাবাকে মোবাইল ফোনে জানায় ৩০ লাখ টাকা মুক্তিপণ দিলে তাসিনকে ফিরে পাবে। পরদিন তাসিনের কান্নাকাটিতে অভিযুক্তরা গলা টিপে হত্যা করে মরদেহ গুম করার জন্য শহীদ মিয়া পাশের বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকে ফেলে দেয়। অনেক খোঁজাখুজির পর তাসিনকে না পেয়ে পুলিশের আশ্রয় নেন তাসিনের পরিবার।

বিজ্ঞাপন

পরে পুলিশ মোবাইল ট্র্যাক করে শহীদ মিয়াকে আটক করে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার দুইদিন পর তাসিনের মরদেহ টয়লেটের ট্যাক থেকে উদ্ধার করে। এ ঘটনায় নিহত শিশু তাসিনের মা পলিনা খাতুন নান্দাইল থানায় ১১ জনকে আসামি করে মামলা করলে পুলিশ তদন্তে তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। র্দীঘ ১৫ বছর পর মামালায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্ত শহীদ মিয়ার সঙ্গে ঘটনার সম্পৃক্ততায় আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকিদের বিরুদ্ধে কোন তথ্য প্রমান না পাওয়ায় আদালত তাদের বেকসুর খালাশ দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. শমীম উল আজম খান লিসন ও আসামি পক্ষের মনোয়ার বেগম পারভীন মামলাটি পরিচালনা করেন।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো