Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ২২:৫০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১০:৫৫

জেনারেল হাসপাতাল, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ: চাঁদপুরের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর মতলব থানার দশানি গ্রামের রিফাত (২৯) ও মতলব ভাষানচর গ্রামের রাসেল (৩০)।

গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আইয়ুব আলী। তাকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। গুলিবিদ্ধ আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক ডা. মাসুদুর রহমান দুইজনকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লল হোসেন জানান, ঘটনাটি চাঁদপুরে ঘটেছে। আমরা সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে দুইজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।

সারাবাংলা/এইচআই

চাঁদপুর মুন্সিগঞ্জ মেঘনা নদীতে সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর