Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পরিচয়পত্রে ছবির পরিবর্তে ফিঙ্গারপ্রিন্টের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯

ছবির পরিবর্তে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রবর্তনের দাবীতে নরসিংদীতে পর্দানশীল নারীদের মানববন্ধন

নরসিংদী: জাতীয় পরিচয়পত্রে ছবির পরিবর্তে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যাচাই পদ্ধতি চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নরসিংদীর পর্দানশীল নারী সমাজ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে অন্তত ৩ শতাধিক পর্দানশীল নারী অংশগ্রহণ করেন।

এসময় তারা বলেন, বেপর্দা করে নয়, পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয়পত্রের যাচাই করণের মাধ্যমে পরিচয়পত্র প্রদান করতে হবে। বর্তমান আধুনিতার যুগে যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার স্বীকৃত সেখানে ছবির নামে বেপর্দায় উদ্বুদ্ধ করণ অযৌক্তিক। পরিচয়পত্র না থাকায় নারীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে অংশ গ্রহণের পাশাপাশি বঞ্চিত হচ্ছেন নানামুখী সুবিধা থেকে।

বিজ্ঞাপন

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র প্রদানে অনিহা প্রকাশ করা ইসির কর্মকর্তাদের বিচার, গোপনীয়তা রক্ষা করে শিক্ষা অধিকার নিশ্চিত করা, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের সময় নারী কর্তা নিয়োগসহ তিন দফা দাবী উত্থ্যাপন করা হয় মানববন্ধনে। অবিলম্বে তা কার্যকর করা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো