Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যাত্রীদের বলবেন বোতল-টিস্যু গাড়ির বাইরে না ফেলতে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১৯:১৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ২১:৩০

চট্টগ্রাম মহানগর সিএনজি চালকদলের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: গণপরিবহণ থেকে যাত্রীদের ময়লা বাইরে রাস্তাঘাটে না ফেলা নিশ্চিতের জন্য চালকদের অনুরোধ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে নগরীর লালদিঘীর পাড়ে চসিক লাইব্রেরি মিলনায়তনে চট্টগ্রাম মহানগর সিএনজি চালকদলের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘একজন চালক যখন যাত্রীকে বলবেন, স্যার বোতল-টিস্যু বাইরে ফেলবেন না, গাড়িতে রাখেন, আমি পরে ফেলে দেব, এ একটি কথা যাত্রীকে চিন্তায় ফেলে দেবে। তখন ওই যাত্রী ভাববেন, একজন চালক আমাকে নগরকে সুন্দর রাখার বিষয়টি সচেতন করার জন্য বলছে, সুতরাং এটা আমার (যাত্রী) জন্য একটি শিক্ষা।’

তিনি বলেন, ‘বেশিরভাগ গাড়ি থেকে দেখা যায়, সেখানে থাকা যাত্রীরা তাদের কাছে থাকা প্লাস্টিকের বোতলসহ যেকোনো কিছু বাইরে ফেলে দেন। সেটা সিএনজি, বাস বা রিকশা, যেকোনো বাহনের যাত্রীরাই এমনটি করে থাকেন। এটা কোনোভাবেই উচিত নয়। আমাদের চালক ভাইয়েরা অনেকেই সাহস করে যাত্রীদের বলতে পারেন না। কিন্তু বলতে হবে। যদিও অনেক সময় চালকরা কড়াভাবে বলেন, যাত্রীদের সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। কারণ, বোতল-প্লাস্টিক থেকে শুরু করে সব ধরনের ময়লা-আর্বজনা নালায় যাওয়া মানে জলাবদ্ধতা সৃষ্টি করা। কারণ এসব নালায় পড়ে বলেই জলাবদ্ধতা হয়। বর্ষাকালে জলাবদ্ধতা যখন হবে, তখন কিন্তু এসবের কারণেই হয়ে থাকে।’

মহানগর সিএনজি চালক দলের সভাপতি নুর মিয়া মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপনের পরিচালনায় নগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, সাবেক দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী এতে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর