Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএসপিএবি ও বিপিসির প্রশিক্ষণ পেলেন ৫০ প্রকৌশলী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১০:৫০

প্রশিক্ষণে অংশ নেওয়া প্রকৌশলীরা।

ঢাকা: দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং বিজনেস প্রমোশন কাউন্সিল এর যৌথ উদ্যোগে মাইক্রোটিক রাউটিং বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ থেকে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত কর্মশালায় ৫০ জন প্রকৌশলী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশ নেন।

শনিবার (২৫ জানুয়ারি) বগুড়া জেলায় অবস্থিত হোটেল ক্যাসেল সোয়াদ এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। রোববার (২৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞাঁ। তিনি বলেন, ‘আমরা ঢাকার বাইরে প্রতিটি বিভাগ ও জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করব। এর ফলে প্রকৌশলীদের পাশাপাশি আইএসপি প্রতিষ্ঠানগুলোও উপকৃত হবে।’

প্রশিক্ষণে অংশ নেওয়া প্রকৌশলীরা অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে প্রয়োগ করতে সক্ষম হবেন বলেও আশা করেন তিনি।

আইএসপিএবি বগুড়া জেলা কমিটির আহ্বায়ক শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিসির সহকারী পরিচালক ফয়সাল খান, আইএসপিএবি রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, বগুড়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক লোমানুর রাহমান প্রমুখ।

তিন দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক ট্রেনিং বিশেষজ্ঞ মো. মাহবুব হাসান পাভেল ও ইমাম হাসান রাজা। কর্মশালার শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

সারাবাংলা/ইএইচটি/ইআ

আইএসপিএবি প্রশিক্ষণ বিপিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর