Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলিথিন কারখানায় অভিযান, হামলায় আহত পরিবেশ অধিদফতরের পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ২২:০২

পলিথিন কারখানায় অভিযানে হামলায় আহত পরিবেশ অধিদফরের পরিচালক মো. শওকত আলী। ছবি সংগৃহীত

ঢাকা: চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, মালামাল জব্দ ও কারখানা সিলগালা করে যাওয়ার সময় হামলায় আহত হয়েছেন পরিবেশ অধিদফরের পরিচালক মো. শওকত আলী (৪২)। এ সময় জব্দকৃত মালমাল ভর্তি ট্রাক ভাঙচুর করে সব ছিনিয়ে নিয়ে যায় স্থানীয় পলিথিন ব্যাবসায়ীদের লোকজন ।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে ঘটনাটি ঘটে। পরে আহত কর্মকর্তা শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

হাসপাতালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসী বলেন, ‘চকবাজার ইসলামবাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ সহ আমরা অভিযান চালিয়ে পলিথিন জব্দ করে, কারখানাটি সিলগালা করে দিই। কাজ শেষে সেখান থেকে পায়ে হেঁটে মেইন রোডে যাওয়ার সময় লোকজন অতর্কিত হামলা চালায়। হামলায় শওকত আলী নামে আমাদের এক কর্মকর্তা আহত হন। তিনি পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট) হিসেবে কর্মরত। এ সময় তারা ট্রাকটিকে ভাঙচুর করে জব্দকৃত মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় শওকত আলীর মাথায় ও নাকে আঘাত লাগে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘ইসলামবাগে হামলায় পরিবেশ অধিদফতরের এক কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে এসেছিল। তার নাকে ও মাথায় আঘাত লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

অভিযান পলিথিন কারখানা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর