Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপ জিতল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫ ২০:২৪

রিয়ালকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতল বার্সা

ছেলেদের এল ক্লাসিকোতে এই মৌসুমে দুইবারই রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। ছেলেদের মতো বার্সার মেয়েরাও ক্লাসিকো জিতল দাপটের সাথেই। নারী স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছে বার্সার মেয়েরা।

বুতার্ক মুনসিপল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল বার্সা। তবে পাজোরের গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৩১ মিনিটে ডেডলক ভাঙ্গেন গ্রাহাম হানসেন। ৬ মিনিটে পর ব্যবধান দ্বিগুণ করেন পাজোর। বিরতির ঠিক আগে দারুণ এক হেডে বার্সার হয়ে তৃতীয় গোল করেন পাজোর। ৩-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইমে যায় বার্সা।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে আরও দাপটের সাথে খেলেছে বার্সা। ৬২ মিনিটে চতুর্থ গোল আসে পাত্রির পা থেকে। ৮০তম মিনিটে রিয়ালের জালে ৫ম গোল দেয় বার্সা। দলের হয়ে সবশেষ গোলটা করেছেন অ্যালেক্সিয়া। শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল জয়েই মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলল বার্সা।

এই জয়ে টানা চতুর্থ স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সা। সব মিলিয়ে এটি এই টুর্নামেন্টে তাদের ৫ম শিরোপা।

সারাবাংলা/এফএম

নারী স্প্যানিশ সুপার কাপ বার্সেলোনা রিয়াল মাদ্রিদ শিরোপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর