Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৬ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ২০:১৬

আটক ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্যরা।

যশোর: যশোরে হানি ট্র্যাপ ফাঁদে ফেলে অর্থ আদায় চক্রের নারীসহ ৬ সদস্যকে আটক করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) শহরের খালধার রোড এলাকার একটি ফ্লাট থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ভিকটিমকেও উদ্ধার করে ডিবি পুলিশ।

আটকরা হলেন, উপশহর বি ব্লক এলাকার আব্দুল মজিদের ছেলে ফাহিম হোসেন, বাহাদুরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান রাব্বী, মধুগ্রামের হারুন উর রশিদের ছেলে মারুফ হোসেন, শংকরপুর টার্মিনার এলাকার শুকুর আলীর ছেলে ছাব্বির হোসেন, বেজপাড়ার মৃত মতিয়ারের ছেলে শাহরিয়ার হোসেন ওরফে রোহান ও বেজপাড়া দিঘীরপাড় এলাকার মৃত অশোক কুমার দাসের মেয়ে লক্ষ্মী রানী সরদার ওরফে রাবেয়া খাতুন।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া ভিকটিম ঝিকরগাছার ফুলবাড়ি গ্রামের আশিকুর রহমান।

ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, আশিকুর রহমান এ চক্রের ফাঁদে পড়ে। তাকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় আশিকুরের মা সালমা বেগম ঝিকরগাছা থানায় অভিযোগ দেন।

ওসি জানান, পুলিশ সুপার বিষয়টি তদন্তের দায়িত্ব দেন ডিবিকে। ডিবির এসআই আল মামুনের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তি সহযোগিতায় প্রথমে বিপুলের অবস্থান শনাক্ত করেন। এরপর শহরের খালধার রোড আমিনিয়া মাদ্রাসা এলাকা থেকে আসামি ফাহিমকে আটক করা হয়। এ সময় ভিকটিম আশিকুরকে উদ্ধার করা হয়। পরবর্তিতে জিজ্ঞাসাবাদে এসব বিষয় বিস্তারিত জানান আটকরা। একপর্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের অন্য পাঁচ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল জব্দ করা হয়েছে।

ডিবি আরও জানায়, লক্ষ্মী রানী সরদার ওরফে রাবেয়ার সঙ্গে আশিকুরের পূর্বপরিচিত ছিল। সেই সূত্র ধরে শনিবার দুপুরে আশিকুরকে যশোরে আনা হয়। পরে খালধার রোডের ওই ফ্লাটে নিয়ে যান। সেখানে ওঁৎ পেতে বসে ছিলেন অন্যরা। এরপর তাকে ব্লাকমেইল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এমনকি বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকাও হাতিয়ে নেয়। চক্রটি মেয়েদের দিয়ে ছেলেদের কৌশলে ডেকে এনে ব্লাক মেইল করে মুক্তিপণ আদায় করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

আটক যশোর হানি ট্র্যাপ হানি ট্র্যাপ চক্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর