Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মেন্ডিস

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫ ১৬:১০

বছরের সেরা নবীন ক্রিকেটার হলেন কামিন্দু

২০২৪ সালটা স্বপ্নের মতো কেটেছে তার। শ্রীলংকার তরুণ ব্যাটার কামিন্দু মেন্ডিস ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিন ফরম্যাটেই। এমন পারফরম্যান্সের পুরস্কারটাও পেলেন তিনি। আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব জিতেছেন মেন্ডিস।

গত বছর তিন ফরম্যাটেই রানের বন্যা বইয়ে দিয়েছেন ২৬ বছর বয়সী মেন্ডিস। বিশেষ করে টেস্টে লংকানদের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। ৯ টেস্টে ৭৪.৯২ গড়ে মেন্ডিস করেছেন ১০৪৯ রান। সেঞ্চুরি করেছেন ৫টি, হাফ সেঞ্চুরি ছিল ৩টি। মাত্র ১৩ ইনিংসেই হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

বিজ্ঞাপন

তিন ফরম্যাট মিলিয়ে ৩৪ ম্যাচে মেন্ডিস করেছেন ১৪৫১ রান, গড় ৪৭.০৩। গত বছর মেন্ডিস খেলেছেন তার ক্যারিয়ারের সেরা কিছু ইনিংস। মেন্ডিসের সর্বোচ্চ স্কোর ছিল ১৮২*।

উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে মেন্ডিস এক ভিডিও বার্তায় বলেছেন, নিজেকে ও দলকে আরও ভালো অবস্থানে দেখতে চান তিনি, ‘আমি আমার সতীর্থ, কোচ, পরিবার সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ইংল্যান্ডের বিপক্ষে করা সেঞ্চুরিটাই আমার ক্যারিয়ারের সেরা। আমাদের দল গত বছরে ভালো খেলেছে। আমিও রান পেয়েছি। সামনে আরও ভালো করতে চাই।’

সারাবাংলা/এফএম

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার কামিন্দু মেন্ডিস শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর