Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ০৯:০৮ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১২:৪৫

মেট্রোরেল। ছবি: সারাবাংলা

ঢাকা: মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। এখন থেকে স্বাভাবিকভাবেই মতিঝিল থেকে উত্তরা চলাচল করবে মেট্রোরেল।

রোববার (২৬ জানুয়ারি) ডিএমটিসিএল থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি তার ভেরিফাইড ফেইসবুকে লিখেছে, ‘সম্মানিত মেট্রো যাত্রীদের শুভকামনা জানাচ্ছি। গতকাল রাতে মেট্রোরেলের টেকনিক্যাল টিম মধ্যরাত পর্যন্ত কাজ করে সিগনালিং সিস্টেম ঠিক করেছেন। আজ সকাল থেকে মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে। মেট্রোরেলের যাত্রীদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সাংবাদিক বন্ধুদের খোঁজ-খবর নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।’

শনিবার (২৫ জানুয়ারি) মেট্রোরেল চলাচলে কয়েক দফা বিঘ্ন ঘটেছিল। দুই দফা বন্ধ রাখা হয় মেট্রো চলচল। এতে করে দিনভর যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে। দিনের একটা বড় সময় মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময়ে মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত এক লাইনে চলাচল করে যাত্রীসেবা দিয়েছে মেট্রোরেল। রাতে ডিএমটিসিএল থেকে জানানো হয় অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় দরজা বন্ধ করতে না পারায় দরজা বিকল হয়ে এক দফা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অন্যদিকে সিগন্যালিং সিস্টেমেও ত্রুটি দেখা দিলে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জেআর/এমপি
বিজ্ঞাপন

আরো