কারিগরি ত্রুটিতে ২ দফা বন্ধ ছিল মেট্রোরেল
২৫ জানুয়ারি ২০২৫ ১৬:২৯ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৭:০২
ঢাকা: যান্ত্রিক ত্রুটির কারণে সকাল থেকে দুই দফা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে প্রায় দুই ঘণ্টা পর বিকেল চারটার দিকে চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ও দুপুরের দিকে এই ঘটনা ঘটে। ওই সময় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকে জরুরি কাজের জন্য যানজট এড়াতে মেট্রোরেলে যাতায়াত করার পরিকল্পনা করে টিকিট কিনেও বাসে যেতে দেখা গেছে।
এদিন মতিঝিল মেট্রোরেল স্টেশনে দেখা গেছে, যাত্রীদের প্রচণ্ড ভীড়। দীর্ঘ সময় অপেক্ষা করেও ট্রেন আসছিল না। বার বার ঘোষণা আসছিল ট্রেন আসতে দেরি হচ্ছে। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর বেলা ১ টার দিকে মতিঝিল স্টেশনে যে ট্রেনটি আসে তাতে যাত্রীদের উপচে পড়া ভীড়। ওই ট্রেনে সকল যাত্রী যাওয়ার সুযোগ পাননি। এর আগে সকাল ৯টা ৪৯ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ভর্তি পরীক্ষার কারণে অতিরিক্ত যাত্রীর চাপ ছিল। ওইসময় যাত্রীরা মেট্রোরেলের একটি কোচের দরজা পর্যন্ত এসে পড়ায় ওই দরজা বন্ধ হচ্ছিল না।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, বেশ কিছুক্ষণ এইভাবে দরজা খোলা থাকায় ১০ মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে আবার দুপুর ১টা ৩৯ মিনিটে উত্তরা অংশে অটোমেটিক ট্রেন সুপারভিশনে (এটিএস) সমস্যা দেখায় ট্রেন চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে ২টা ৫ মিনিটে লুপ লাইনে কেবল পল্লবী থেকে মতিঝিল ট্রেন চলাচল শুরু হয়েছে।
মিরপুর-১১ নম্বর স্টেশনে দেখা গেছে, যাত্রীদের চাপের কারণে স্টেশনের প্রবেশ পথ কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ডিএমটিসিএল সূত্র জানিয়েছে বিকেল চারটার দিকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
সারাবাংলা/ জেআর/ এইচআর