Sunday 26 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

টঙ্গীর স্টেশন রোড এলাকায় শতাধিক শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেয়

গাজীপুর: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২৫ জানুয়ারি) সকাল বারোটায় টঙ্গীর স্টেশন রোড এলাকায় শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে আধাঘন্টা ব্যাপি বিক্ষোভ করেন।

মহাসড়কে বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছিনতাইয়ের ঘটনা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দিপুর কাছে মৌখিকভাবে অভিযোগ করেন।

বিজ্ঞাপন

এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, প্রতিনিয়ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকা থেকে গাজীপুর পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে অন্তত বিশজন শিক্ষার্থী এ মহাসড়ক ব্যবহার করায় টঙ্গী এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন। পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ। তাই আজ শতাধিক সাধারণ শিক্ষার্থী মহাসড়কে বিক্ষোভ করছি।
পুলিশ ছিনতাই বন্ধে ব্যর্থ হলে শিক্ষার্থীরা মহাসড়কে ফের কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু বলেন, ছিনতাই বন্ধে শিক্ষার্থীরা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টহল টিম কাজ করছে। ছাত্রদের পক্ষ থেকে জানিয়েছে ছিনতাই বন্ধে ছাত্ররাও পুলিশের সাথে মহাসড়ক ও বিভিন্ন এলাকায় কাজ করবে।

সারাবাংলা/এনজে

গ্রেফতার ছিনতাইকারী টঙ্গী শিক্ষার্থী সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর