হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন নোমান আলী
২৫ জানুয়ারি ২০২৫ ১২:৪২ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১২:৪৫
৭৩ বছর আগে টেস্ট অঙ্গনে পা রেখেছিলেন তারা। দীর্ঘ এই সময়ে পাকিস্তানের হয়ে অনেক বোলার হ্যাটট্রিক করলেও টেস্টে কখনোই এই স্বাদ পাননি কোনো স্পিনার। অবশেষে মুলতান ঘুচিয়ে দিল সেই আক্ষেপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই হ্যাটট্রিক পেয়েছেন স্পিনার নোমান আলী। পাকিস্তানের টেস্ট ইতিহাসে হ্যাটট্রিক পাওয়া প্রথম স্পিনার হয়ে নতুন ইতিহাস গড়লেন তিনি।
প্রথম টেস্টের মতো আজও পাকিস্তানের স্পিন বিষে নীল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে থিতু হতে পারছিলেন না কেউই। ৩৭ রানের মাঝেই ৪ উইকেট হারিয়ে ফেলেন ক্যারিবিয়ানরা। ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে আসেন নোমান। প্রথম তিন বলে জাস্টিন গ্রেভস, টেভিন ইমলাক ও কেভিন সিলক্লেয়ারকে ফিরিয়ে তুলে নেন হ্যাটট্রিক।
টেস্টে ৫ম পাকিস্তানি বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পেলেন নোমান। এর আগে হ্যাটট্রিক করা ৪ বোলারই ছিলেন পেসার। ওয়াসিম আকরাম দুইবার পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। এছাড়া আব্দুর রাজ্জাক, মোহাম্মদ সামি ও নাসিম শাহ টেস্টে এই কীর্তি গড়েছেন।
এই হ্যাটট্রিকে নোমান করেছেন আরেকটি রেকর্ডও। ৩৮ বছর ১১০ দিন বয়সী নোমান টেস্ট ইতিহাসের দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক পেয়েছেন। ৩৮ বছর ১৩৯ দিনে হ্যাটট্রিক পাওয়া লংকান স্পিনার রঙ্গনা হেরাথ আছেন সবার উপরে।
হ্যাটট্রিকের পর নোমান তুলে নিয়েছেন ফাইফারও। এখন পর্যন্ত ২৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। ৯৭ রানে ৯ উইকেট নিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ।
সারাবাংলা/এফএম