গোয়েন্দা পরিচয়ে ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা, আটক ১১
২৫ জানুয়ারি ২০২৫ ০৯:১৭ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১১:৪৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর খুলশীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বাসায় ডাকাতির অভিযোগে ১১ জনকে আটক করে পুলিশের হাতে দেয়া হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ ভবনে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ১১ তলা ভবনটিতে মোট ৫২টি ফ্ল্যাট আছে। ফ্ল্যাটের মালিকদের মধ্যে সাবেক সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত আমলা, ব্যবসায়ীসহ আরও কয়েকজন আছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে গোয়েন্দা সংস্থার পরিচয়ে ১২-১৩ জন লোক ওই ভবনে প্রবেশ করে। তারা তল্লাশির কথা বলে অষ্টম তলার দুটি ফ্ল্যাটে যায়। উভয় ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে।
ওই ভবনের এক বাসিন্দা সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে ১৩ জন এসেছিল। শুরুতেই সেটা সিকিউরিটি টিমের কাছ থেকে আমরা কেউ কেউ জানতে পারি। তখন আমরা অ্যালার্ট হয়ে যাই। একপর্যায়ে আমরা যখন বুঝতে পারি যে ডাকাতি হচ্ছে, তখন আমরা যার যার ফ্ল্যাট থেকে বেরিয়ে আসি। আমরা তাদের ঘেরাও করে ফেলি। দুজন পালাতে সক্ষম হলেও ১১ জনকে আমরা ধরে ফেলি।’
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ জানিয়েছেন, ভবনের বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় বাসিন্দারা ১১ জনকে পুলিশের হাতে তুলে দেন। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
সারাবাংলা/আরডি/এনজে