দিয়াবাড়িতে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা
২৫ জানুয়ারি ২০২৫ ০২:৪৯
ঢাকা: রাজধানীর রূপনগরের দিয়াবাড়ি এলাকায় মিলন (২২) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন সোহান (২৩) নামে আরেক যুবক।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রূপনগর দিয়াবাড়ি সিটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় স্বজন ও বন্ধুরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মিলনের বাবা আনারুল ইসলাম হাসপাতালে জানান, তাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। বর্তমানে রূপনগর দিয়াবাড়ি এলাকায় থাকতো। মিলন স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো। রাতে মিলনের বন্ধুদের কাছ থেকে জানা যায়, সিটি কলোনি এলাকায় মিলন ও তার আরেক বন্ধু সোহানকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। পরে দ্রুত সেখানে গিয়ে মিলনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। তবে কে বা কারা কী ঘটনা নিয়ে তার ছেলে মিলনকে কুপিয়ে হত্যা করেছে, তা জানেন না। মিলনের বন্ধুরাই ভালো বলতে পারবে।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর এলাকা থেকে ওই যুকককে মুমূর্ষ অবস্থায় স্বজন ও বন্ধুরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম