Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোকোর কবরে ‘আমরা বিএনপি পরিবার’-এর শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ১৫:১৪

আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানাচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে গিয়ে সংগঠনটির নেতারা কোকোর কবরের পাশে ফাতিহা পাঠ এবং তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও ফরহাদ আলী সজীব।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, বনানী থানা যুবদল নেতা মইনুল ইসলাম রনি, বনানী ২০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ফয়সাল হায়দার, ছাত্রদল নেতা ইমতিয়ার পারভেজ সেতু, শারিফুল ইসলাম, মশিউর রহমান মহান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মেজবাউল আলম, জিল্লুর রহমান, সোয়াইব ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনজে

আরাফাত রহমান কোকো বিএনপি মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর