Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনলিমিটেড ইন্টারনেটসহ ওয়াইফাই সেবা নিয়ে এলো বাংলালিংক

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৩ জানুয়ারি ২০২৫ ২০:০৬

বাংলালিংক

ঢাকা: যোগাযোগ ও সংযোগের ক্ষেত্রে (কানেক্টিভিটি) আনলিমিটেড সুবিধা নিশ্চিত করতে ওয়াইফাই ওয়্যারলেস রাউটারের বিস্তৃত সেবা নিয়ে এসেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। এখন গ্রাহকরা ঘরে বা অফিসে বসেই জেডটিই কে ১০ (ZTE K10) রাউটারের মাধ্যমে দেশের দ্রুততম ফোরজি ইন্টারনেটের ওয়্যারলেস (তারহীন) কানেক্টিভিটি উপভোগ করার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলালিংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সেবার ফলে গ্রাহকরা টফিতে টিভি চ্যানেল, নাটক বা মুভির মতো অসংখ্য কনটেন্ট উপভোগ করার সুযোগ পাবেন। পাশাপাশি বাংলালিংক ওয়াইফাই সমাধান ব্যবহারকারীরা বঙ্গ, হইচই, আইস্ক্রিন ও দীপ্ত প্লের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মাসিক সাবস্ক্রিপশন ও আনলিমিটেড ইন্টারনেট পাবেন। দেশজুড়ে ডিজিটাইজেশন সম্প্রসারিত করার ক্ষেত্রে ফিক্সড ওয়্যারলেস রাউটারের মাধ্যমে বাড়ি ও অফিসে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি করতে এই সেবা নিয়ে আসা হয়েছে। ওয়্যারলেস রাউটারের মাধ্যমে ফোরজি ইন্টারনেট নিশ্চিত করার মাধ্যমে শিক্ষা, অফিস, ব্যবসা, স্বাস্থ্যসেবা, গেমিং, বিনোদন, আপলোডিং, ডাউনলোডিং ও স্ট্রিমিংয়ের মতো নানান ক্ষেত্রে ডিজিটাল সুযোগ তৈরি হবে।

এ প্রসঙ্গে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, বাংলাদেশের দ্রুততম ফোরজি ইন্টারনেট প্রদানকারী হিসেবে বাংলালিংক সবার জন্য ইন্টারনেট আরও সহজলভ্য করতে এবং ডিজিটাল ব্যবধান কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিয়ে আসা নানা ডিজিটাল সেবা ও সাবস্ক্রিপশনের মাধ্যমে বাড়ি ও অফিসে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি নিশ্চিত করে গ্রাহক ও এন্টারপ্রাইজ ক্লায়েন্টদের আরও বেশি সক্ষম করে তুলতেই এই ওয়্যারলেস ওয়াইফাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রচেষ্টার মাধ্যমে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ক্যাবল ছাড়াই ব্যক্তি, কমিউনিটি ও এন্টারপ্রাইজগুলোর জন্য সুযোগের সম্ভাবনা তৈরি করাই আমাদের লক্ষ্য।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলালিংক ওয়াইফাই সমাধান ব্যবহারকারীরা, এই রাউটারের মাধ্যমে সার্চ ৩২টি ডিভাইস সংযোগ করতে পারবেন। বিদ্যুৎ ছাড়াও রাউটারটি ২ ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে। বাংলালিংক সাবস্ক্রাইবাররা জেডটিই কে১০ এফডব্লিউএ রাউটারে বিস্তৃত পরিসরের সাশ্রয়ী ও আকর্ষণীয় ওয়াইফাই প্যাকেজ নেওয়ার সুযোগ পাবেন। ৩০ দিনের জন্য মাত্র ৩ হাজার ৬৯৯ টাকায় শুরু হচ্ছে এই প্যাকেজ। যাদের দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন তারা মাত্র ৫ হাজার টাকায় তিন মাসের প্যাকেজ নিতে পারবেন। বাংলালিংক গ্রাহকের চাহিদা ও বাজেট বিবেচনা করে চারটি প্যাকেজ নিয়ে এসেছে। প্রথম প্যাকেজে সাবস্ক্রাইবাররা মাত্র ৯৯৭ টাকায় ২৫ এমবিপিএস পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি উপভোগ করতে পারবেন। তারা ৩০ দিনের জন্য হইচই, চরকি, বঙ্গ ও আইস্ক্রিনের প্রিমিয়াম ওটিটি সাবস্ক্রিপশন পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্বিতীয় প্যাকেজে মাত্র ১ হাজার ১৯৯ টাকায় ৩০ এমবিপিএস স্পিড পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন সাবস্ক্রাইবাররা। তৃতীয় প্যাকেজে মাত্র ১ হাজার ৭৭৭ টাকায় ৪০ এমবিপিএস পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন গ্রাহকরা। অন্যদিকে, চতুর্থ প্যাকেজে মাত্র ২ হাজার ৯৯১ টাকায় ২৫ এমবিপিএস স্পিড পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন সাবস্ক্রাইবাররা। সবগুলো প্যাকেজের সঙ্গেই প্রিমিয়াম ওটিটি সাবস্ক্রিপশন একদম ফ্রি। একইসঙ্গে ওয়াইফাই ব্যবহারকারীরা আনলিমিটেড টফি কনটেন্ট উপভোগ করার সুযোগ পাবেন।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

বাংলালিংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর