Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যারিকোর অনুষ্ঠিত ‘ওভার দ্যা ওয়াল’ গ্র্যান্ড ফাইনালে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৮:১৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ফ্ল্যাগশিপ ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা ওভার দ্য ওয়াল-এর ৩য় সিজনের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠান

ঢাকা: ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ফ্ল্যাগশিপ ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা ওভার দ্য ওয়াল-এর ৩য় সিজনের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উদ্ভাবনমুখী এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল ‘টিম পাওয়ারপাফ গার্লস’।

তরুণদের উদ্ভাবনী ভাবনা ও উদ্যোগ-কেন্দ্রিক চিন্তা উপস্থাপনের সুযোগ করে দিয়েছে প্রতিযোগিতাটি, যা পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রির বিকাশেও যুগান্তকারী ভূমিকা রাখবে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে ৬টি দল তাদের আইডিয়া উপস্থাপন করে। আইডিয়াগুলোর মাঝে টেকসই পণ্যের নকশা ও উন্নত প্রযুক্তি প্রয়োগ থেকে শুরু করে সৃজনশীল ব্যবসায়িক কৌশলও ছিলো। এই প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর টিম ‘কওডন ব্লু’ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর টিম ‘এক্লিপ্স’।

সকল বিজয়ী দল ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে পুরষ্কার হিসেবে আকর্ষণীয় প্রাইজমানি পেয়েছে। প্রাইজমানির পাশাপাশি চ্যাম্পিয়ন দলটিকে ম্যারিকো লিমিটেডের বৈশ্বিক দফতরগুলোতে ইন্টার্নশিপের সুবর্ণ সুযোগ পেয়েছে। এছাড়া, প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপ হওয়া দলগুলো ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে ইন্টার্নশিপের সুযোগ ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।

গ্র্যান্ড ফিনালেতে দলগুলোর আইডিয়াকে বিচার করেছে একটি সম্মানিত বিচারক প্যানেল, যার মধ্যে ছিলেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমিতাভা বসু, কোলগেট-পামোলিভ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নিরাজ কুমার, স্বপ্ন এসিআই লজিস্টিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির নাসির এবং কোয়ান্টাম কনজিউমার সলিউশনস লিমিটেডের অংশীদার রুহিনা হালিম।

বিজ্ঞাপন

এ বিষয়ে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমিতাভা বসু বলেন, ‘ওভার দ্য ওয়াল একটি প্রতিযোগিতার চাইতেও আরও বেশি কিছু। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা ভবিষ্যতের নেতৃত্বকে অনুপ্রাণিত করে। এই বছরের অংশগ্রহণকারীরা তাদের প্রতিভা, সৃজনশীলতা এবং দৃঢ়তা দিয়ে আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমরা তাদের বিকাশের সঙ্গী হতে পেরে গর্বিত এবং তাদের আগামী সাফল্য প্রত্যাশী।’

ওভার দ্য ওয়াল-এর ৩য় সিজন, ওয়ার্কশপ, মেন্টরশিপ প্রোগ্রাম এবং ক্যাম্পাস অ্যাক্টিভেশনের মাধ্যমে ৩৩টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হয়েছে, যা এই প্রতিযোগিতাটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তাদের মধ্যে উদ্ভাবন, বৃদ্ধি এবং উদ্যোক্তা মনোভাবের সৃষ্টি করেছে।

সারাবাংলা/ইএইচটি/এনজে

অনুষ্ঠান ফাইনাল ম্যারিকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর