Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ট্রাকসহ ডাকাত দলের ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৪:৫২

আটক দুই ডাকাত। ছবি: সারাবাংলা

খুলনা: খুলনায় ট্রাকসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে বুধবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে চাপাতিসহ দেশিয় বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটকেরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকার বরকত উল্লাহর ছেলে রিয়াদ আলী (৩০) ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ঢুলিগাতি এলাকার মৃত এ্যাকেন আলীর ছেলে শেখ সুমন ওরফে মিজান (৩৫)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বুধবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়ূর ব্রীজের পূর্ব পার্শ্বে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ট্রাকটিকে থামতে বললে সেটি দ্রুত পালিয়ে যেতে চায়। এ সময় ট্রাক থেকে লাফিয়ে পড়লে রিয়াদ আলী নামের একজনকে আটক করে পুলিশ। পরে পুলিশ ট্রাকটির পিছু নিলে সেটি জয়বাংলা মোড়, জিরো পয়েন্ট থেকে রূপসা সেতু পাড় হয়ে কুদির বটতলায় পৌঁছালে পুলিশ সেখান থেকে ট্রাকটিকে উদ্ধার করে। এ সময় ডাকাত দলের আরেক সদস্য শেখ সুমন ওরফে মিজানকে আটক করে পুলিশ। বর্তমানে ট্রাকটি সোনাডাঙ্গা মডেল থানায় জব্দ রয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের কাছ থেকে চাপাতি, লোহার রডসহ ডাকাতির জন্য ব্যবহার করা হয় এমন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এমপি

খুলনা ডাকাত পুলিশ

বিজ্ঞাপন

'জানালা বাংলাদেশ'র ২৪ বছর পূর্তি
২৩ জানুয়ারি ২০২৫ ২০:২৯

আরো

সম্পর্কিত খবর