কুয়াশার সঙ্গে বাতাস, কনকনে শীত অনুভব
২৩ জানুয়ারি ২০২৫ ১০:৫৭
ঢাকা: সকাল থেকেই ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। সেই সঙ্গে বেড়েছে কুয়াশার ঘনত্ব। পথ-ঘাট এখনো ঢাকা। ঘন কুয়াশার কারণে ব্যহত হচ্ছে যান চলাচল। রাজধানী জুড়ে জেঁকে বসেছে শীত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাস বলছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য জারি করা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এ দিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে, এটা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। যদিও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম রোববার থেকে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে আবহাওয়া থাকতে পারে শুষ্ক।
সারাবাংলা/জেআর/এমপি