চ্যাম্পিয়নস লিগ
পিএসজির অবিশ্বাস্য প্রত্যাবর্তন, খাদের কিনারায় সিটি
২৩ জানুয়ারি ২০২৫ ০৯:৫৬ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১০:২০
দুই দলেরই নকআউট পর্বের ভাগ্য ঝুলছে পেন্ডুলামের মতো। গ্রুপ পর্বে এই ম্যাচটাই হয়তো পিএসজি ও ম্যানচেস্টার সিটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। ৬ গোলের রোমাঞ্চকর এক ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ফিরে এসে জয় তুলে নিয়েছে পিএসজি। ৪-২ গোলের এই জয়ে নকআউট পর্বের প্লে-অফে খেলার স্বপ্নটা বাঁচিয়ে রাখল পিএসজি। অন্যদিকে এই হারে প্লে-অফ খেলার স্বপ্ন আরও ফিকে হয়ে গেল সিটিজেনদের।
সিটি ও পিএসজি দুই দলই এবারের নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের তলানিতে রয়েছে। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না দুই দলের কারো সামনেই। প্রথমার্ধের শুরু থেকেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল সিটি। তবে গোলের দেখা পায়নি তারা। বিরতির ঠিক আগে এগিয়ে গিয়েছিল পিএসজি। হাকিমির গোল অবশ্য ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় সিটি। ৫০ মিনিটে জ্যাক গ্রিলিশের গোলে লিড নেয় সিটি। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আরলিং হালান্ড। দুই গোলের লিড নিয়ে সহজ দিয়েই দিয়ে এগিয়ে যাচ্ছিল সিটি। কিন্তু পিএসজি রূপকথার তখনও বাকি।
৫৬ মিনিটে এক গোল শোধ করে পিএসজিকে ম্যাচে ফেরান উসমান ডেম্বেলে। বারকোলার অ্যাসিস্টে গোল করে ব্যবধান কমান তিনি। ৬০ মিনিটে দুর্দান্ত এক গোলে ম্যাচে সমতা ফেরান বারকোলা।
৭৮ মিনিটে সিটিকে চমকে দিয়ে লিড নেয় পিএসজি। ভিথিনার অ্যাসিস্টে গোল করে উল্লাসে মাতেন হোয়াও নেভেস। ৯৩ মিনিটে সিটির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন গঞ্চালো রামোস।
শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২২তম অবস্থানে আছে পিএসজি। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সিটির অবস্থান ২৫তম। এখনো প্লে-অফে জায়গা নিশ্চিত হয়নি দুই দলের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই জিততেই হবে দুই দলকে, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও।
সারাবাংলা/এফএম