চট্টগ্রামে ঝোপের ভেতর থেকে নারীর পোড়া লাশ উদ্ধার
২৩ জানুয়ারি ২০২৫ ০৩:৩১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারীতে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুই/তিন আগে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফতেয়াবাদ বালুরটাল এলাকার একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘সন্ধ্যার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে আমাদের ধারণা মরদেহটি আনুমানিক ৩০ বছর বয়সী কোনো নারীর। লাশটি পুড়ে অঙ্গার হয়ে গেছে। পরিচয় শনাক্ত করার মতো অবস্থায় নেই। পায়ের একপাশে পঁচে পোকা ধরে গেছে।’
তিনি আরও বলেন, ‘লাশের পাশে একটি ওড়না পাওয়া গেছে। কিছুটা দূরে মেয়েদের একজোড়া স্যান্ডেল ও একটি গ্যাসলাইট পাওয়া গেছে। পরিচয় শনাক্ত করতে আমরা কাজ করছি। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/আইসি/পিটিএম