যাত্রাবাড়ীতে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৭
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসায় শারমিন আক্তার পপি (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে যাত্রাবাড়ি এলাকার শনিরআখড়ার কাজিরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। পরে বেলা ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শারমিনের বাবা আব্দুস সোবহান জানান, শনিরআখড়া কাজিরগাঁও তাদের নিজেদের বাড়ি। শারমিন শনিরআখড়ার নবারুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছিলেন তিনি।
শারমিনের বাবা আরও জানান, পরিবারের অন্যদের কাছ থেকে জানতে পারি শারমিনের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল ওই ছেলের সঙ্গে শারমিনের ঝগড়া হয়। সেই অভিমানের জের ধরেই দুপুরে বাসায় নিজের রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় শারমিন। বিষয়টি দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক শারমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ