Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার চিকিৎসা ‘এক ছাতার নিচে’ করার সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১১:১১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১২:১৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ‘এক ছাতার নিচে’ করার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা।

বুধবার (২২ জানুয়ারি) গণমাধ্যমের কাছে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, ‘গত ৮ জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। উনার সর্বশেষ যে রিপোর্টগুলো তার প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছেন ও পরবর্তী সময় আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে লন্ডনের আরও দুইজন চিকিৎসক উনাকে দেখবেন।’

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘উনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ উনাকে তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেসার, রিউমোটো আর্থ্রারাইটিজ প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন যাতে আমরা এটাকে এক ছাতার নিচে চিকিৎসা যেটা বলে ওয়ান আমব্রেলার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে উনারা উদ্যোগ গ্রহণ করেছেন।’

তিনি বলেন, ‘তারপরে উনার সার্বিক অবস্থা বিবেচনা করে উনার বয়স, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ধরনের ক্ষতি গত সাড়ে ৫ বছর যাবত হয়েছে, সেগুলো বিবেচনায় রেখে উনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা অনুসরণ করবেন বলে আমরা আশা করি। সেটা হয়ত আগামী দুই-তিনদিন পরে আবার যখন মেডিকেল বোর্ডের এক্সটেন্ডেড মেম্বাররা এই ব্যাপারে মতামত দেবেন তখন সেই অনুযায়ী চিকিৎসা চলবে।’

বিজ্ঞাপন

জাহিদ বলেন, ‘শুধু লন্ডনসহ প্রবাসীরা নয়, বাংলাদেশের মানুষ উদগ্রীব হয়ে আছেন ম্যাডামের সুস্থতার জন্য। উনার সুচিকিৎসা ও সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আপনাদের মাধ্যমে ম্যাডামের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

তিনি জানান, ‘খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সার্বক্ষণিক নিকট আত্বীয়রা বিশেষ করে দুই পুত্রবধু জোবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান, তিন নাতনি জাইমা রহমান জাফিয়া রহমান ও জাহিয়া রহমান সব সময়ই এবং বাইরে যারা আছেন তারা ওভার টেলিফোন ম্যাডামের খোঁজ-খবর নিতে যোগাযোগ রাখছেন।’

খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সবসময় নিরবিচ্ছিন্ন কাজ করছেন বলে জানান জাহিদ।

সারাবাংলা/এজেড/এমপি

‘বেগম খালেদা জিয়া চিকিৎসা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর