Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালি থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১০:৫১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১২:১৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা

ঢাকা: ইতালির রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সারাবাংলাকে বলেন, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়।

বিজ্ঞাপন

ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে বিমান থেকে বের করে টার্মিনালে আনা হয়েছে বলেও জানান তিনি।

কামরুল ইসলাম জানান, বিমানবন্দর থেকে সরানো হয়েছে দুই নিরাপত্তাকর্মীকে। প্লেনে কোনো বোম্ব থ্রেট আছে কি না তা জানতে বিমানটিতে বোমা ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী পাঠানোর সিদ্ধান্ত হয়।

এরপর সকাল সাড়ে ১০টায় বোমা ডিস্পোজাল ইউনিট বিমানের ভেতর প্রবেশ করে ১১টা পর্যন্ত তল্লাশি চালায়। তারা বিমানের ভেতরে সিট, করিডর, টয়লেট, ক্যাফে তল্লাশি করছেন। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হচ্ছে। যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত তারা টার্মিনাল ভবনেই থাকবেন।

সারাবাংলা/ইউজে/ইআ

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশ বিমান বোমা হামলার হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর