Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
৯ গোলের রোমাঞ্চে বার্সার অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫ ০৯:০২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১০:৩৩

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সার জয়

ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত ৪-২ গোলে পিছিয়ে ছিলেন তারা। নির্ধারিত সময়ের শেষ ১৩ মিনিটের দুর্দান্ত ফিরে আসায় ম্যাচে সমতাও ফিরিয়েছিল বার্সেলোনা। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে এমন কিছু হবে, সেটা হয়তো খোদ বার্সা সমর্থকরাও কল্পনা করেননি। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ৯৬ মিনিটে রাফিনহার চোখ ধাঁধানো এক গোলে ৫-৪ ব্যবধানের অবিশ্বাস্য এক জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সা।

বেনফিকার মাঠে ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পড়ে বার্সা. ক্যারেরাসের বাড়ানো বলে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন পাভলিডিস। ম্যাচে সমতা ফেরাতে অবশ্য খুব বেশি সময় নেয়নি কাতালানরা। ১৩ মিনিটের মাথায় বালডেকে ফাউল করা হলে পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ১-১ এ সমতা আনেন রবার্ট লেভানডস্কি।

বিজ্ঞাপন

অল্প কিছুক্ষণের মাঝেই লিড ফিরে পায় বেনফিকা। বার্সা গো লরক্ষক সেজনি বক্স ছেড়ে এগিয়ে এলে বালডের সাথে ধাক্কা লাগে, সেই সুযোগে বল পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন পাভলিডিস। ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন পাভলিডিস। বেনফিকা ৩-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়।

৬৪ মিনিটে অদ্ভুতুড়ে এক হেডে গোল করে ব্যবধান কমান রাফিনহা। ৬৮ মিনিটে আরাহোর আত্মঘাতী গোলে দুই গোলের লিড ফিরে পায় বেনফিকা। ৭৮ মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান লেভানডস্কি।

৮৬ মিনিটে পেদ্রির অ্যাসিস্টে গোল করে ম্যাচে সমতা ফেরান এরিক গার্সিয়া। ম্যাচ তখন ৪-৪ গোলে ড্রই হবে বলে মনে হচ্ছিল। তবে সেটা শেষ পর্যন্ত হয়নি। ৯৬ মিনিটে ফেরান তোরেসের দুর্দান্ত এক অ্যাসিস্টে বল পেয়ে দুই ডিফেন্ডার ও কিপারকে কাটিয়ে দারুণ এক গোলে বার্সার অবিশ্বাস্য জয় নিশ্চিত করেন রাফিনহা।

বিজ্ঞাপন

এই জয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিয়াকার দ্বিতীয় স্থানে রইল বার্সা। শীর্ষ ৮ এ থেকে সরাসরি শেষ ১৬তে খেলা নিশ্চিত হয়ে গেল কাতালানদের।

রাতের অন্য ম্যাচে লিলকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা ৭ ম্যাচে জয় তুলে নিয়েছে শীর্ষে থাকা লিভারপুল। পরের রাউন্ডে সরাসরি খেলা নিশ্চিত করেছেন তারাও। অন্য ম্যাচে হুলিয়ান আলভারেজের জোড়া গোলে বেয়ার লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ বার্সেলোনা বেনফিকা রাফিনহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর