পাউবোর ৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখ টাকার অনিয়ম
২১ জানুয়ারি ২০২৫ ২৩:০১
খুলনা: খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়ার্কশপে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ৩৩ লাখ টাকার প্রকল্পে ২৬ লাখ টাকার অনিয়ম পেয়েছেন তারা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে খুলনা মহানগরীর জোড়াগেটে অবস্থিত প্রতিষ্ঠানটিতে প্রকল্পে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। প্রকল্পটির সিভিল ও মেকানিক্যাল দুটি কাজেই অনিয়ম দেখতে পান দুদকের কর্মকর্তারা।
খুলনা দুদকের উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান, তারা ৩২ লাখ ৯৬ হাজার ১০১ টাকার পাঁচটি আইটেম সিভিলের কাজ ও মেকানিক্যালের দুটি কাজের বিষয়ে তদন্ত করেন। এরমধ্যে ২৬ লাখ টাকার কাজের প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া একটি গুদামের মেঝের ইট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঠিকাদারের কাজে ব্যবহার করা হয়।
তিনি আরও বলেন, স্ক্রাব মালামালও অনুমতি ছাড়া বিক্রির প্রস্তুতি চলছে। মেকানিক্যাল বিভাগের ওয়ার্কশপের দুটি কাজের মধ্যে প্রায় ২৬ লাখ টাকার একটি কাজ পাওয়া যায়নি। এ ছাড়া বাকি চারটি কাজ পাওয়া গেছে। তবে যে বিল দেখানো হয়েছে, তার অনেক কম কাজ হয়েছে। তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এইচআই