ছাত্রদল নেতাকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ
২১ জানুয়ারি ২০২৫ ২১:৩০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২১:৩৫
ময়মনসিংহ: জেলায় বিদেশি পিস্তলসহ বুলবুল আহম্মেদ সজীব নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ওই সময় তার স্বজনদের হামলায় পুলিশের একজন এসআই আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ। গতরাতে নগরীর বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সজীবের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সজিব মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক।
মোহাইমেনুর রশিদ জানান, গতরাতে সজীবকে অস্ত্রসহ গ্রেফতার করে গাড়িতে উঠানোর সময় তার স্বজনরা লাঠি, লোহার রড নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় হামলাকারিরা পুলিশের দুইটি মাইক্রোবাস ভাঙচুর করে। এতে পুলিশের এসআই রফিকুল ইসলাম আহত হন।
এ ঘটনায় সজীবের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় দুইটি পৃথক মামলা করা হয়েছে।
সারাবাংলা/এইচআই