Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষার আগে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান: চসিক মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ২০:৩৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

পূর্ব বাকলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠানে মেয়র

চট্টগ্রাম ব্যুরো: বর্ষাকাল আসার আগেই চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, নগরীর খাল ও ড্রেন পরিষ্কার করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী বর্ষার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধানে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে পূর্ব বাকলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছাবেদুল হক মেম্বার স্মৃতি সংসদের উদ্যেগে এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমি মেয়র হিসেবে নয়, একজন নগরসেবক হিসেবে চট্টগ্রামকে একটি আধুনিক পর্যটন নগরীতে পরিণত করার জন্য কাজ করছি। আমরা মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে বিশেষ স্প্রে কার্যক্রম চালু করেছি। পাশাপাশি জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছি, যাতে কেউ রাস্তা, খাল, বিলে প্লাস্টিক বা আবর্জনা দিয়ে নষ্ট না করে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসা সেবা একটি মহৎ পেশা। আজ ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে ড্যাবের ডাক্তাররা, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এটা সাধারণ মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধের একটি উদাহরণ। ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘দেশের মঙ্গল যারা চায়নি তারাই জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউজে নির্মমভাবে খুন করেছে। জিয়ার জীবনের শুরুই এ চট্টগ্রামে, শেষও এ চট্টগ্রামে। তিনি বলতেন, স্লোগানে মুক্তি আসবে না। আমাদের উৎপাদনমুখী হতে হবে, কর্মমুখী হতে হবে। প্রত্যেকটি মানুষের হাতে কাজ পৌঁছে দিতে হবে।’

বিজ্ঞাপন

ছাবেদুল হক মেম্বার স্মৃতি সংসদের সভাপতি আজিজুল হক মাসুমের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য আব্বাস আলী এবং মাহবুব সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য নুরুল আলম রাজু, গাজী মো. সিরাজ উল্লাহ, শাহজাহান সিরাজ, আবদুল্লাহ আল ছগির, মো. ইলিয়াছ ও কামরুল ইসলাম।

সারাবাংলা/আইসি/এইচআই

চট্টগ্রাম চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর