Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যখনই ঘটনা তখনই তথ্য— চালু হচ্ছে ডিএমপির হটলাইন

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৯:২২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২২:৪১

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ঢাকা: ‘যখনই ঘটনা তখনই তথ্য’- এই চিন্তাকে সামনে রেখে ডিএমপির মিডিয়া বিভাগে আলাদা একটি হট লাইন চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

এ সময় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ‘পুলিশ ও ক্র্যাব পরস্পর সহযোগী হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। ভবিষ্যতে সবধরনের সহযোগিতা বজায় থাকবে বলে আশ করছি।’ পুলিশের তরফ থেকে যথাসময়ে তথ্য পাওয়া না গেলে ইনফরমেশন গ্যাপের সম্ভাবনা থাকে বলে উল্লেখ করেন ক্র্যাব সভাপতি।

ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ডিএমপি ও ক্র্যাব সদস্যদের মধ্যে পার্টনারশিপ ভিত্তিতে ওরিয়েন্টেশনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। ‘যখনই ঘটনা তখনই তথ্য’- এই চিন্তা থেকে তথ্য পেতে কো-অপারেট করার জন্য ডিএমপি কমিশনারের প্রতি আহ্বান জানান ক্র্যাব সাধারণ সম্পাদক।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, ‘খুব শিগগিরই সাংবাদিকদের ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন তথ্য দিতে হটলাইন চালু করা হবে।’ রাজধানীর অসহনীয় যানজট বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘যেকোনো বিষয়ে রাস্তা অবরোধ করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে কষ্ট হচ্ছে, তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে। মিরপুর থানার ওসিকে বদলি করার পর সেখানে কিছু লোক এসে থানার গেটে বিক্ষোভ করে। থানার গেট অবরোধ করে।’ এভাবে চলতে থাকলে প্রশাসন চালানো কষ্ট হবে বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

শীর্ষ সন্ত্রাসীদের কয়েকজন জামিনে ছাড়া পেয়ে আত্মগোপনে আছেন। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী ইমন মালয়েশিয়ায় চলে গেছে বলে জানান ডিএমপি কমিশনার।

মতবিনিময় সভায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্র্যাব সহ- সভাপতি উমর ফারুক আল হাদী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দফতর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ্ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান, মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

ডিএমপির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী; যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান ও উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহ মো. আব্দুর রউফ; মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির প্রমূখ।

সারাবাংলা/ইউজে/পিটিএম

চালু হচ্ছে টপ নিউজ ডিএমপি যখনই ঘটনা তখনই তথ্য হটলাইন

বিজ্ঞাপন

সেই হাথুরুসিংহকে দুষলেন আফিফ
২১ জানুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর