Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরামপুরে কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৮:৩২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৮:৩৭

জয়দেব মহন্ত (৪৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ

দিনাজপুর: জেলার বিরামপুরে শরীরে লুকানো অবস্থায় ১২টি সোনার বারসহ জয়দেব মহন্ত (৪৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এক কেজি ২৫০ গ্রাম ওজনের জব্দকৃত সোনার বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা।

সোমবার রাতে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর বাজার থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।

আটক জয়দেব মহন্ত (৪৩) বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের কঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তর ছেলে।

পুলিশ জানায়, ভারতে পাচারের জন্য শরীরে সোনার বার বিশেষভাবে লুকিয়ে রেখে মুকুন্দপুর বাজারে অটোরিকশার জন্য অপেক্ষা করছেন এক ব্যক্তি। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা সোনার বার উদ্ধার করা হয়।

সারাবাংলা/এইচআই

দিনাজপুর বিরামপুর সোনার বার উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর