বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: যুবলীগ-ছাত্রলীগের ২ ক্যাডার গ্রেফতার
২১ জানুয়ারি ২০২৫ ০৮:২৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের দুই ‘ক্যাডারকে’ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) রাতে নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল বেপারিপাড়া শ্যামলী আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুজন হলেন, ঋভু মজুমদার (২৭) ও মো. জামাল (৪০)। উভয়ে নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা। এদের মধ্যে ঋভু ছাত্রলীগ এবং জামাল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
ওসি আফতাব আহমেদ সারাবাংলাকে জানিয়েছেন, গত বছরের ৪ আগস্ট নগরীর বহদ্দারহাটে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করেছিল জামাল ও ঋভু। দুজন দুটি বিদেশি পিস্তল হাতে তাদের গুলিবর্ষণের দৃশ্য ঘটনাস্থলে সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ফুটেজ থেকে দুজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, ৪ আগস্ট গুলিবর্ষণের ঘটনার সিসি ক্যামেরায় সংরক্ষিত দৃশ্য দেখে তৌহিদুল ইসলাম ফরিদ নামে একজনকে চান্দগাঁও থানা পুলিশ গত ২২ নভেম্বর সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছিল। গ্রেফতারের পর তৌহিদ জানিয়েছিল, ৫ হাজার টাকার চুক্তিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সে একাই ২৮ রাউন্ড গুলি চালিয়েছিল।
পরে আদালতে তৌহিদের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে ঋভু ও জামালের নাম আসে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে ঋভু ও জামালকে শনাক্ত করা হয়।
ওসি আফতাব সারাবাংলাকে বলেন, ‘তৌহিদ, ঋভু ও জামাল- তিনজনই চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এসরারুলের সহযোগী। বহদ্দারহাটে হামলা চালানোর জন্য তিনজন একইসঙ্গে এসেছিলেন। তৌহিদের হাতে ছিল পাকিস্তানি শ্যূটারগান। বাকি দুজনের হাতে দুটি বিদেশি পিস্তল। আমরা অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। এছাড়া ঋভু ও জামাল আরও ১৫-১৬ জনের নাম বলেছে, যারা হামলায় অংশ নিয়েছিলেন। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’
সারাবাংলা/আরডি/এসডব্লিউ
চট্টগ্রাম ছাত্রলীগ নেতা গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুবলীগ নেতা গ্রেফতার