‘শুধুমাত্র স্লোগান দিয়ে যুদ্ধ জয় করতে পারব না’
২০ জানুয়ারি ২০২৫ ২৩:০২
ঢাকা: ‘শুধুমাত্র স্লোগান দিয়ে যুদ্ধ জয় করতে পারব না’— এমনটিই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সদস্যপদ নবায়ন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতকাল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন হলো। এখানে আমাদের কর্মীরা যারা আসেন সাধারণত ভাইদের পেছনে আসেন। এসে সেই ভাইদের পক্ষে স্লোগান দিতে থাকেন। তারপর স্লোগান দেয় পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ। এটা রাজনীতি না। ইট ক্যান নট বি পলিটিক্স।’
তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মীর মুখ থেকে এ ধরনের স্লোগান আসা উচিত নয়। স্লোগানে কতটা দেউলিয়াপনা হতে থাকে রাজনীতি, সেটা বোঝা যায়। বিএনপিকে আদর্শ দলে পরিণত করতে হবে, মেধার নেতৃত্ব গড়ে তুলতে হবে। শুধুমাত্র স্লোগান দিয়ে আমরা যুদ্ধ জয় করতে পারব না।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের এখন প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমাদের কর্মীরা, আমরা কেন জানি না রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের এক জায়গায় চরম দৈন্য আছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমি মনে করি, আমাদের চেয়ারম্যান উদ্যোগ নেবেন। এখন পর্যন্ত যত ভালো কাজ হয়েছে চেয়ারম্যান উদ্যোগ নিয়েছেন। এখন কম্পলসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা ও জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটাকে জরুরি করতে হবে।’
প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বক্তব্য দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যার শামসুজ্জামান দুদু, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উ্ন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, শ্যামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম
জয় টপ নিউজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুদ্ধ স্লোগান