Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ আত্মসাত: চট্টগ্রাম ওয়াসার ২ কর্মচারীকে পুলিশে সোপর্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

প্রতীকী ছবি।

চট্টগ্রাম ব্যুরো: গ্রাহকের বিলের টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মচারীকে পুলিশের হাতে তুলে দিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে তাদের নগরীর চকবাজার থানায় সোপর্দ্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

দুই কর্মচারী হলেন- আজমির হোসেন ও মিঠুন ঘোষ। উভয়ে চট্টগ্রাম ওয়াসায় কম্পিউটার অপারেটর পদে স্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত আছেন বলে পুলিশ জানিয়েছে।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবীর সারাবাংলাকে বলেন, ‘ওয়াসা কর্তৃপক্ষ তাদের দুই স্থায়ী স্টাফকে আমাদের থানায় এনে সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে আর্থিক লেনদেনে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে। কয়েকজন গ্রাহকের বিলের টাকা তারা আত্মসাত করেছেন বলে আমরা শুনেছি। তবে ওয়াসা কর্তৃপক্ষ এখনও লিখিত কোনো অভিযোগ দেয়নি।’

মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুজনকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এসআর

অর্থ আত্মসাত চট্টগ্রাম চট্টগ্রাম ওয়াসা পুলিশে সোপর্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর