Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলা থেকে অব্যাহতি পেলেন ৩ সাংবাদিক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৯:৫৭ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২২:২৮

সাংবাদিক তানভীর হাসান তানু, আব্দুল লতিফ লিটু ও রহিম শুভ। ছবি: সারাবাংলা।

ঠাকুরগাঁও: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ঠাকুরগাঁওয়ের তিন সাংবাদিক। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ, সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোতালেব হোসেন তাদের মামলা থেকে অব্যাহতির রায় দেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান ও রংপুর জজ কোর্টের আইনজীবী ফাহিম আহম্মেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া সাংবাদিকরা হলেন- জাগো নিউজ২৪ ডট কমের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আব্দুল লতিফ লিটু ও বাংলানিউজ ডট কমের রহিম শুভ।

জানা গেছে, ২০২১ সালের জুলাই মাসে ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ নাদিরুল আজিজ চপল বাদী হয়ে তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়,  ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের খাবার নিয়ে সংবাদটি প্রকাশি হয়। ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেওয়া হচ্ছে ৭০ টাকার!’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের অপকর্ম ঢাকতে প্রকাশিত সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ উল্লেখ করে মামলা দায়ের করেন ।

তবে, ২০২১ সালের ৫ জুলাই ওই সংবাদ বিভিন্ন গণমাধ্যম্যে প্রকাশিত হলেও মামলা করা হয়েছে ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে। দায়েরকৃত সেই মামলায় তানভীর হাসান তানু‌কে গ্রেফতার করে পুলিশ। পরে দেশব‌্যাপী সাংবা‌দিকসহ সর্বমহলে প্রতিবাদের ঝড় উঠে। প‌রে তানু‌কে জা‌মিন দেন আদালত।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে কোনো তথ্য ও প্রমাণাদি উপস্থিত না করতে পারায় আসামিদের খালাস দিয়েছেন আদালত। এ রায়ে আমরা খুশি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

অব্যাহতি পেলেন ৩ সাংবাদিক ঠাকুরগাঁও মামলা থেকে অব্যাহতি সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর