Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে: সারজিস

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৪

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক

ঢাকা: জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে পুলিশের বিতর্কিত ভূমিকার পর থেকেই পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা হয়। সোমবার (২০ জানুয়ারি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের জন্য আয়রন (১৮-১৩০৬) রঙের পোশাক, র‍্যাবের জন্য গ্রিন অলিভ (১৭-০৫৩৫) এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট (১৩-১০১৬) রংঙের পোশাক নির্বাচন করা হয়েছে।

এ দিন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোষাক পরিবর্তনের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সারজিস আলম লেখেন, ‘স্বভাব, চরিত্র, খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নাই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে।’

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া সারজিস আলমের পোষ্ট

 

সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভাশেষে তিন বাহিনীর পোষাক পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমরা পুলিশ, র‍্যাব ও আনসারদের জন্য তিনটি পোশাক নির্ধারণ করেছি। এসব পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। যে-সব পোশাক রয়েছে সেসব আস্তে আস্তে বদলে ফেলা হবে। এসকল বাহিনীর সদস্যদের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, তাদের মনোবল বৃদ্ধি ও দুর্নীতিরোধসহ নানান বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে।

সারাবাংলা/জে আর/এনজে

তিন বাহিনী পরিবর্তন পোষাক সারজিস

বিজ্ঞাপন

‘ভুয়া ভুয়া’ থেকে ‘লিটন লিটন’
২০ জানুয়ারি ২০২৫ ২১:২১

আরো

সম্পর্কিত খবর