আমরা ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে বাজে দল: আমোরিম
২০ জানুয়ারি ২০২৫ ১১:২০
এরিক টেন হাগের আকস্মিক বিদায়ে পর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন তিনি। রুবেন আমোরিমের শুরুটা আশা জাগানিয়া হলেও আবারও সেই হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনের কাছে ৩-১ ব্যবধানে হারের পর আমোরিম বলছেন, তারাই হয়তো ক্লাবের ইতিহাসের সবচেয়ে বাজে দল।
গত দুই মাসে একের পর এক হারে বিপর্যস্ত ইউনাইটেড। প্রিমিয়ার লিগে ২২ ম্যাচে তাদের জয় মাত্র ৭টি, হার ১০ ম্যাচে। ২৬ পয়েন্ট নিয়ে ১৩তম অবস্থানে নেমে গেছে ইউনাইটেড। চোখ রাঙ্গানি দিচ্ছে অবনমনের শঙ্কাও।
ব্রাইটনের বিপক্ষে হারের পর আমোরিম স্বীকার করে নিলেন, তারা জঘন্য পারফর্ম করছেন, ‘নতুন কোচ আগের কোচের চেয়েও বেশি ম্যাচ হারছে। আমি এটা খুব ভালোভাবেই জানি। আমরা সাফল্য চাই, কিন্তু এই মুহূর্তে সেটা আসছে না। আমাদের এখন টিকে থাকার লড়াই করতে হছে। আমরা হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে বাজে দল। আমরা নিজেদের এই দুরবস্থাটা মেনে নিয়েই পথ খুঁজতে চাই।’
দলের দায়িত্ব নেওয়ার পর ১৫ ম্যাচের ৭টিতেই হেরেছেন আমোরিম। আমোরিম সহসাই এই অবস্থা থেকে মুক্তির পথ দেখছেন না, ‘সবাই খারাপ পারফর্ম করছে। এটা আমি স্বীকার করছি। এত ম্যাচে হার আসলে মেনে নেওয়া যায় না। সেটা যদি ইউনাইটেডের মতো ক্লাব হয়, তাহলে আরও না। ক্লাবের খুব কঠিন সময় চলছে। তাও আমাদের হাল না ছেড়ে লড়াই করে যেতে হবে।’
সারাবাংলা/এফএম