চ্যাম্পিয়নস ট্রফি
ভারতে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ফেরানোর স্বপ্ন রোহিতের
২০ জানুয়ারি ২০২৫ ১০:১৮
২০১৩ সালে শেষবার মহেন্দ্র সিং ধোনির অধীনে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঁচিয়ে ধরেছিল ভারত। এরপর ১২ বছর পেরিয়ে গেলেও তাদের ছুঁয়ে দেখা হয়নি শিরোপা। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলছেন, দেশের মাটিতে শিরোপা নিয়ে আসতে বধ্য পরিকর তারা।
২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছিল ভারত। তবে সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে শিরোপার স্বাদ পাওয়া হয়নি ভারতের। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড। নিজেদের সবগুলো ম্যাচ আরব আমিরাতের দুবাইতে খেলবেন রোহিত-কোহলিরা।
চ্যাম্পিয়নস ট্রফির আগে মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল জমকালো এক অনুষ্ঠানের। সেখানে শোভা পাচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন, গাভাস্কারসহ অনেকেই। অনুষ্ঠানে ছিলেন চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতীয় দলের অধিনায়ক রোহিতও।
২০২৩ সালে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরেছিল ভারত। রোহিত বলছেন, এবার শিরোপা এই স্টেডিয়ামে ফিরিয়ে আনতে চান তিনি, ‘আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব। আইসিসির টুর্নামেন্টে ভারতকে প্রতিনিধিত্ব করা সবসময়ই স্বপ্নের মতো। ১৪০ কোটি মানুষের আশা ভরসা আমাদের নিয়ে। দুবাইতে ১৪০ কোটি মানুষ আমাদের সাথে থাকবে। চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ওয়াংখেড়েতে ফিরিয়ে আনতে আমরা সবকিছুই করতে রাজি।’
২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি মিশন।
সারাবাংলা/এফএম