Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় দিয়েই বছর শুরু মেসির


১৯ জানুয়ারি ২০২৫ ১২:৫৫

বছরের প্রথম ম্যাচেই গোল করলেন মেসি

২০২৪ সালটা দারুণ কেটেছিল তার। নতুন বছরটাও দুর্দান্তভাবেই শুরু করলেন লিওনেল মেসি। ২০২৫ সালের প্রথম ম্যাচে ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে গোল পেয়েছেন তিনি। ক্লাব আমেরিকার বিপক্ষে রোমাঞ্চকর এক টাইব্রেকার শেষে জিতেছে মেসির দল মায়ামিও।

প্রীতি ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে মাঠে নেমেছিল মেসির মায়ামি। ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় আমেরিকা। হেনরি মার্টিনের গোলে লিড নেয় তারা। এই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আমেরিকা। ৩৪ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে দারুণ এক হেডে সমতা ফেরান মেসি। এই বছরে নিজের প্রথম ম্যাচেই গোলের দেখা পেলেন মেসি।

বিজ্ঞাপন

৫২ মিনিটে লিড ফিরে পায় আমেরিকা। ইসরায়েল রেয়েসের গোলে এগিয়ে যায় তারা। ৬৬ মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেন মায়ামি কোচ মাসচেরানো।

মায়ামি কিছুতেই ম্যাচে সমতা ফেরাতে না পারায় জয় থেকে সামান্য দূরত্বে ছিল আমেরিকা। তবে ৯২ মিনিটে দুর্দান্ত এক গোলে ম্যাচে সমতা ফেরান মায়ামির টমাস আভিলেস। ২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা, ম্যাচ যায় টাইব্রেকারে।

টাইব্রেকারে ক্লাব আমেরিকাকে ৩-২ গোলে হারিয়ে বছরের প্রথম জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির মায়ামি।

২০২৫ ইন্টার মায়ামি মেজর সকার লিগ লিওনে মেসি