যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটক
১৯ জানুয়ারি ২০২৫ ১০:৩৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১২:৫৫
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগেই টিকটক বন্ধ হয়ে গেছে। রোববার (১৯ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে।
মার্কিন ব্যবহারকারীদের জন্য টিকটক অ্যাপে একটি বার্তা প্রদর্শিত হচ্ছে, যেখানে বলা হয়েছে, ‘টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যার ফলে আপাতত আপনি টিকটক ব্যবহার করতে পারবেন না।’
বার্তায় আরও বলা হয়েছে, ‘আমরা সৌভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। তিনি দায়িত্ব গ্রহণ করার পর টিকটক পুনরায় চালুর একটি সমাধান খুঁজে বের করবেন বলে আশাবাদী আমরা।’
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন, ‘তিনি দায়িত্ব গ্রহণের পর সোমবার (২০ জানুয়ারি) থেকে টিকটককে নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের সময়সীমা দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।’
ব্যবহারকারীরা জানিয়েছেন যে অ্যাপটি গুগলের মার্কিন অ্যাপ স্টোর থেকে সরানো হয়েছে এবং টিকটক.কম ওয়েবসাইটে আর ভিডিও দেখানো হচ্ছে না।
শুক্রবার (১৭ জানুয়ারি) সুপ্রিম কোর্ট একটি আইন বহাল রাখে, যেখানে বলা হয়েছিল, টিকটকের চীন-ভিত্তিক মূল সংস্থা বাইটড্যান্স ১৯ জানুয়ারির মধ্যে প্ল্যাটফর্মটি বিক্রি না করলে এটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে।
গত বছরের এপ্রিল মাসে পাস হওয়া এই আইন অনুযায়ী, বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে টিকটকের সংস্করণ একটি নিরপেক্ষ পক্ষের কাছে বিক্রি করতে হবে, অন্যথায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
টিকটক এই আইনের বিরুদ্ধে আপিল করেছে এবং যুক্তি দিয়েছে যে এটি যুক্তরাষ্ট্রে তাদের ১৭ কোটি ব্যবহারকারীর মুক্ত মত প্রকাশের অধিকারের লঙ্ঘন।
সারাবাংলা/এনজে