কুড়িগ্রামে যুবদলের উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ
১৮ জানুয়ারি ২০২৫ ১৬:০৪
কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৮ জানুয়ারি) দুপর ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রম নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে শুরু করে কলেজ মোড় ও শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ শেষে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও রায়গঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক নূর মোহাম্মদ আল-আমিন, সাবেক যুবদলের পৌর সভাপতি এস এম ফারুক, জেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক আজিজুল হক, ভিতরবন্দ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক।
এসময় সাবেক যুবদলের সভাপতি এস এম ফারুক বলেন, ‘আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা নাগেশ্বরী উপজেলার প্রত্যেকটি পাড়া- মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়নে গণসংযোগ চালাচ্ছি।’
সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ আল আমিন বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে।’
সারাবাংলা/এনজে