হোস্টেলে মিলল ইডেন কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
১৮ জানুয়ারি ২০২৫ ১১:৫১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৪:১৬
ঢাকা: রাজধানীর হাজারীবাগের একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী পুষ্পিতা বিশ্বাস (২১) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগ সাত নম্বর রোডের একটি হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. জব্বার জানান, গত রাতে খবর পেয়ে ওই হোস্টেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল তার মরদেহ। পরে মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়।
এস আই আরও জানান, নিহত শিক্ষার্থী ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের ১ম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি সহ ওই হোস্টেলে ১৬ জন থাকতেন। রাতে সবার অগোচরে গলায় ফাঁসি দেন তিনি। তবে ফাঁসির কারণ এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মৃত পুষ্পিতা বিশ্বাসের বাড়ি জামালপুর সদর উপজেলার বসাক পাড়া গ্রামে। বাবার নাম রনজিত বিশ্বাস।
সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ