মাঠে ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চান না সৌম্য
১৮ জানুয়ারি ২০২৫ ১০:৩৯
এবারের বিপিএলে রংপুর রাইডার্সের অন্যতম ভরসার জায়গা ছিলেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে গ্লোবাল টি-২০তে দুর্দান্ত পারফর্ম করে রংপুরকে শিরোপা জেতানো সেই সৌম্য সরকার এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি বিপিএলে! ইনজুরি কাটিয়ে কবে মাঠে ফিরবে, সেটাও নিশ্চিত নয়। এসবের মাঝেই সৌম্য এক সাক্ষাৎকারে বলছেন, নিজের ফেরা নিয়ে তাড়াহুড়ো করে জটিলতা বাড়াতে চান না।
চট্টগ্রাম পর্বে এখনো মাঠে না নামলেও দলের সাথে আছেন সৌম্য। নিয়মিত অনুশীলন করলেও এখনো একাদশে ফেরার মতো অবস্থা হয়নি তার। ইনজুরি কাটিয়ে এবারের বিপিএলে আদৌ মাঠে নামতে পারবেন কিনা, সেটাও নিশ্চিতভাবে জানাতে পারেনি রংপুর।
মাঠে ফেরার জন্য মরিয়া হলেও তাড়াহুড়ো করতে রাজি নন সৌম্য, ‘চেষ্টা করছি খেলায় ফিরতে। তবে এখানে জোরাজুরি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। এখন ব্যাটিং করছি, কিন্তু ফিল্ডিংয়ের কিছু এখনো করা হয়নি। আস্তে আস্তে যেতে হবে। ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হবে। উনারাই ভালো বলতে পারবেন। চেষ্টা আছে যত দ্রুত সম্ভব মাঠে ফেরার। পুরোপুরি না সারলে বরং ঝুঁকি। তাড়াহুড়ো করে যদি নেমে যাই ও আবার সেখানে লাগে, তাহলে এক মাসের জায়গায় দুই মাস লেগে যাবে ফিরতে। আমি সবার সাথে কথা বলেই ফেরার সময়টা ঠিক করতে চাই।’
সতীর্থদের সাথে অনুশীলনে ফিরে উচ্ছ্বসিত সৌম্য, ‘সবচেয়ে ভালো লেগেছে মাঠে আসতে পেরে। মাঠে এসে অনুশীলন করেছি, এটা খুব ভালো ব্যাপার। আজকে দ্বিতীয়-তৃতীয় দিন ব্যাটিং করলাম। ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। যেহেতু আমরা ক্রিকেটার, সবসময়ই ভালো লাগে মাঠে আসতে, কাজ করতে।’
ইনজুরিতে পড়ার আগে দারুণ ছন্দে ছিলেন সৌম্য। মাঠে ফিরে সেই ছন্দটা হারাতে চান না তিনি, ‘চেষ্টা করব যেখানে শেষ করেছি, সেখান থেকেই শুরু করব। যদিও কাজটা কঠিন, যেহেতু চোটে ছিলাম। আবার কাজ করে ফিরতে হবে। তবে চেষ্টা করব যে ফর্মে ছিলাম, সেখান থেকেই আবার শুরু করা।’
সারাবাংলা/এফএম