হাতিরঝিলে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ২৩:২২
ঢাকা: রাজধানীর হাতিরঝিল মহানগর ব্রীজের ওপর দুই মোটরসাইকেল সংঘর্ষে আফজাল মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় ফুয়াদ হাসান (২৩) নামে এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত আফজালের ছোট ভাই মো. রবিন মোল্লা বলেন, ‘তাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচড় থানার উত্তরাইল গ্রামে। বাবার নাম মো. লিয়াকত আলী মোল্লা। বর্তমানে তেজগাঁ শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকায় ভাড়া থাকেন। তিনি গণি রোডে সরকারি যানবাহন শাখার গাড়ির ম্যাকানিকের কাজ করত।
তিনি আরও বলেন, শুক্রবার ছুটি থাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন তিনি। বিকেলে জানতে পারি হাতিরঝিল মহানগর ব্রীজে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। দ্রুত সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান। আর আহত ফুয়াদ হাসান (২৩) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছেন।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সন্ধ্যায় ওই যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
সারাবাংলা/এসএসআর/এমপি