বিবাদ মিটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:২৩ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ২১:১৩
গাইবান্ধা: গাইবান্ধা সদরে দুই পক্ষের বিবাদ মিটাতে গিয়ে কাঠের তৈরী বসার পিঁড়ির আঘাতে আব্দুর জব্বার (৬৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর জব্বার বোয়ালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি নশরৎপুর গ্রামের মৃত খেজের উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা ময়নুল ইসলামের সঙ্গে সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের ফুলবাড়ি হাজিপাড়া গ্রামের আছর আলীর মেয়ে রোজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে রোজিনার স্বামী ময়নুল মালদ্বীপে থাকেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। সাংসারিক বিষয় নিয়ে কলহের জেরে শ্বশুরবাড়ি থেকে বিয়ের মালামালসহ বাবার বাড়ি যাবার প্রস্তুতি নেন রোজিনা। বিষয়টা সমাধানের জন্য দুপুর ১২টার দিকে ওই বাড়িতে যান রোজিনার নিকট আত্মীয় স্থানীয় ইউপি সদস্য আব্দুর জব্বার।
এ সময় দুই পক্ষের বাক-বিতণ্ডার এক পর্যায়ে ময়নুলের মা জোবেদা বেগম ও বোন মঞ্জুরাণী কাঠের তৈরী বসার পিঁড়ি দিয়ে আব্দুল জব্বারকে আঘাত করেন। এতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/এমপি