হাজারীবাগে ট্যানারির আগুন নেভাতে ইউনিট বেড়ে ১২
১৭ জানুয়ারি ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৭:২৯
ঢাকা: রাজধানীর হাজারীবাগ বাজারের একটি লেদার কারখানায় লাগা আগুন ভয়াবহ আকারে ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করলেও এখন তা বেড়ে ১২টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক শাহজাহান শিকদার সারাবাংলাকে বলেন, ‘প্রথমে আশপাশ থেকে পাঁচটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। এরপর আরও সাতটি ইউনিট যোগ দিয়েছে।’
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ‘আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি।’
এদিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘আগুনের ঘটনায় উদ্ধার কাজে সহায়তা করতে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে ।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি সাত তলা বিশিষ্ঠ। নীচে ট্যানারি গোডাউন এবং ওপরে লেদার কারখানা। ভবনটির চার তলায় আগুনের সুত্রপাত হয়েছে। এরপর তা ছয় তলায় ছড়িয়ে পড়েছে।
সারাবাংলা/ ইউজে/ এইচআই