চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশের দায়িত্ব ছাড়লেন পোথাস
১৭ জানুয়ারি ২০২৫ ০৯:৪৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৫:৪০
চ্যাম্পিয়নস ট্রফির বাকি আর মাত্র একমাস। টুর্নামেন্ট শুরুর আগেই একটা ধাক্কা খেল বাংলাদেশ। এক বার্তায় সহকারী কোচ নিক পোথাস জানিয়েছেন, বাংলাদেশ দলের কোচিং স্টাফ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দিয়েছিলেন পোথাস। সহকারী কোচ হিসেবে প্রায় দুই বছর শান্তদের সাথে কাজ করেছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। বিশেষ করে দলের ফিল্ডিংয়ের উন্নতি নিয়েই বেশি সময় ব্যয় করেছেন তিনি। অনেকের কাছে তাই পোথাস পরিচিত ছিলেন ফিল্ডিং কোচ হিসেবেই।
চ্যাম্পিয়নস ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ঠিক আগে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ৫১ বছর বয়সী পোথাস। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেই দিয়েছেন এই ঘোষণা, ‘সব ভালো জিনিসেরই একটা শেষ আছে। এটারও একটা পরিণতি আসতে হতো। বিসিবির সাথে থাকাকালে কিছু দারুণ মানুষের সাথে সময় কাটিয়েছি। দারুণ স্মৃতি তৈরির পাশাপাশি আমরা দারুণ কিছু ইতিহাসও তৈরি করেছি, গড়েছি নতুন রেকর্ডও।’
বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর কোথায় যাচ্ছেন পোথাস, সেই ব্যাপারে কিছু জানাননি তিনি, ‘এখন বাড়িতে কিছুটা সময় কাটাচ্ছি। দেখছি পরের অধ্যায়ে কী আছে। বাংলাদেশকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমি অনেক মিস করব সবাইকে।’
পোথাসের পরিবর্তে বাংলাদেশ কাকে বেছে নেবে, সেই ব্যাপারে এখনো কিছু জানায়নি বিসিবি। দলের প্রধান কোচ হিসেবে আছেন ফিল সিমন্স। সিনিয়র সহকারী কোচ হিসেবে ব্যাটিং ইউনিট বিশেষভাবে দেখছেন মোহাম্মদ সালাউদ্দিন। বোলিং কোচ হিসেবে আছেন আন্দ্রে অ্যাডামস।
সারাবাংলা/এফএম