Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধবিরতির পরও থেমে নেই ইসরায়েলি হামলা, নিহত ৮৬

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫ ০৮:৪৭ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৪:০৪

উত্তর গাজায় ইসরায়েলি হামালা

গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার পরেও ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৮৬ জন নিহত এবং ২৫৮ জন আহত হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করার পর থেকেই এসব প্রাণহানির ঘটনা ঘটে। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৩ জন শিশু রয়েছে।

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও বোমা হামলার এই ধারাবাহিকতায় প্রাণহানির হার সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি। বিশেষ করে যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথম কয়েক ঘণ্টায় যে সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে, তা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজার বিভিন্ন স্থানে প্রায় ৫০টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় নিরীহ বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

গাজার পরিস্থিতি এখনও অস্থিতিশীল। সাম্প্রতিক হামলার ফলে গাজায় মানবিক সংকট আরও গভীর হয়েছে। খাদ্য, পানি এবং চিকিৎসাসেবার সংকটে ভুগছে লাখো মানুষ। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো পরিস্থিতি সামাল দিতে কাজ করলেও অব্যাহত সহিংসতার কারণে তাদের কার্যক্রমেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

সারাবাংলা/এনজে

ইসরায়েল গাঁজা নিহত যুদ্ধবিরতি হামলা

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

আরো

সম্পর্কিত খবর